প্রকাশিত: Sat, Feb 18, 2023 2:06 PM
আপডেট: Mon, Jan 26, 2026 11:49 AM

আজ কালশী ফ্লাইওভার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সুজিৎ নন্দী: রাজধানীতে সহজে যাতায়াতের জন্য মিরপুরের কালশীতে নির্মিত হয়েছে ঢাকার সপ্তম ফ্লাইওভার। ২ দশমিক ৩৪ কিলোমিটার দীর্ঘ দৃষ্টিনন্দন ফ্লাইওভারটি আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উড়ালসেতু চালু হলে মিরপুরের সঙ্গে বনানী, উত্তরা ও রাজধানীর পূর্বাংশের যোগাযোগ আরো সহজ হবে। ফ্লাইওভার থেকে নামলেই মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী পর্যন্ত নির্মিত ছয় লেনের আধুনিক সড়ক দিয়ে খুব কম সময়ে মিরপুর থেকে বিমানবন্দর যাওয়া যাবে। 

ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানান,  ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ, উন্নয়ন ও কালশী মোড়ে ফ্লাইওভার নির্মাণ মিরপুরবাসীর জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে। প্রকল্পটির কাজ চলতি বছরের জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও আমরা নির্দিষ্ট সময়ের আগে কাজ শেষ করতে পেরেছি।

প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেড ও ঢাকা উত্তর সিটি করপোরেশন। এটির বাস্তবায়নে ব্যয় হয়েছে এক হাজার ১২ কোটি ১১ লাখ টাকা। এই প্রকল্পের আওতায় দুটি ফুট ওভারব্রিজ নির্মাণ, একটি পিসি গার্ডার ব্রিজ সম্প্রসারণ, একটি পাবলিক টয়লেট নির্মাণ, দুটি পুলিশ বক্স, ৭.৪০ কিলোমিটার আরসিসি ড্রেন ও সসার ড্রেন নির্মাণ, ১ দশমিক ৭৬ কিলোমিটার পাইপ ড্রেন নির্মাণ, সাইকেলের জন্য আলাদা লেন এবং ছয়টি বাস ও যাত্রী ছাউনি করা হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানান, মিরপুর ডিওএইচএস প্রান্ত এবং ইসিবি চত্বরের দিকের প্রান্ত থেকে ফ্লাইওভারে ওঠা যাবে। কালশী রোড প্রান্ত দিয়ে শুধু নামার সুযোগ রয়েছে। ফ্লাইওভারের নিচে প্রশস্ত করা রাস্তার দৈর্ঘ্য ৩ দশমিক ৭ কিলোমিটার, যা মাটিকাটা এলাকার ইসিবি চত্বর থেকে শুরু হয়ে কালশী মোড় থেকে মিরপুর ডিওএইচএসে চলে গেছে।

কালশী ফ্লাইওভারকে ঢাকাবাসীর জন্য বসন্তের উপহার হিসেবে উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, শুধু ফ্লাইওভার নয়, কালশীতে যানজটের পাশাপাশি জলজট দূর করতে আমরা খাল পরিষ্কার করেছি। আর এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বের কল্যাণে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব